শোনেছিলেম তেঁতুল টক
এখন তেঁতুল মিষ্টি !
তাইনা শোনে লাফায় দেখো
ঝরছে তালির বৃষ্টি !
রাজা মশাই বলছে কথা
তেঁতুল হুজুর শুনছে,
গভীর ধ্যানে আপন মনে
স্বপ্ন হাজার বুনছে !
এসব দেখে দাঁত কেলিয়ে
হাসছে সবাই বুঝকি ?
ভেল্কিবাজি দেখে এবার
হাসছে অনেক মুচকি ।
05-11-2018