একদিন, দুইদিন
এরপর অনেকদিন,
এভাবে কেটে গেল কত বছর ।
নীরবে গড়িয়ে গেল কত জল
কত শীতল স্রোত বয়ে গেল
শিরায় শিরায়,
হারিয়ে গেল কত প্রহর
একাকী নির্জনতায় ।
দেখতে দেখতে মলিন হলো
কত পঞ্চদশী চাঁদ আঁধারের অবছায় !
এ মন আজও মেতে উঠে দূরন্তপনায়
ছুটে যায় চেনাজানা সুদূরে
ধূলি ওড়া পাতা ঝরা পথটায় ।
শুধু তার ভাবনায়...