কতকাল,
আর কতকাল আড়ালে রবে ?
বল আর কতকাল ভ্রষ্ট পথিকেরে
অপেক্ষায় রাখবে অনুরাগ অবগুন্ঠনে ?
বিরামহীন প্রতীক্ষায় ক্লান্ত আমি
তোমার প্রাঙ্গণে ।
এ প্রতীক্ষার অবসান হবে একদিন
সবার অগোচরে !
দখিনের মলয় পৌঁছে দিবে খবরখানি
সকলের কানে কানে ।
সেদিন হয়তো ছুটে আসবে উদ্ভ্রান্তরূপে,
খোঁজে বেড়াবে লোকারণ্যে
অলস পলকে বিবর্ণ মুখখানি দেখার তরে । শাড়ির আঁচলে মুখ ঢেকে
অশ্রুপাতহীন শোকাছন্ন বিষন্ন দৃষ্টিতে
ক্ষণিকের তরে থমকে দাঁড়াবে তুমি,
নির্বোধের অতি নিকটে ।
রেখে যাবে একগুচ্ছ রজনীগন্ধা
সুশোভিত কফিনে,
শুভ্র বসনাবৃত শবদেহে ।
নয়তো, লাল গোলাপের ছিন্ন পাপড়ি
তোমার করকমল ছুঁয়ে ঝরে পরবে
করুণা ভরে,
আমার এঁদোমাটি ঘরের চালে ।
তারপর, এই আমাকে মনে পরবে যখন,
অবিরাম খোঁজে খোঁজে শ্রান্ত হবে তুমি...