ভালোবাসলাম ষোলো আনা
তুই দিলি না দুই
এই জনমে পাইলাম নারে
কেমনে তোরে ছুঁই ।।
পাঁজর খুলে রাখলাম তোরে
বুকের অন্তঃপুরে
মাযার বাঁধন খুলেরে তুই
গেলি অনেক দূরে
আশায় আশায় জনম গেল
ফিরলি নারে তুই ।।
শূন্য হৃদয় শূন্য খাঁচা
গেলি শূন্য করে
আর কী আমি পাবো তোরে
মরি যতই পুড়ে
তুই বিহনে এই জীবনে
শূন্য বুকের ভূই ।।
আরেক জনম পাইলে আমি
চাইযে পাশে তোরে
সকল দুয়ার খুলেরে তুই
ভালোবাসিস মোরে
অনেক সাধের ভালোবাসা
ছুঁয়ে দেখিস তুই
ভালোবাসলাম ষোলো আনা
তুই দিলি না দুই ।।