সেইযে কবে ধরিত্রী পরে ছোট্ট করে পা রেখেছিলি,
শত অভিমানে সদ্য পল্লবিত মুখটা ফিরিয়ে নিলি ,
ধূসর ধূলিময় পৃথিবী ছেড়ে অগোচরে চলে গেলি ।
আমায় ছেড়ে তুইতো ভালোই আছিস মনে করি,
তোকে ভেবে চোখ দুটো আজো জলে জলে ভরি,
নষ্ট পৃথিবীর বুকে আমি একাকী জ্বলেপুড়ে মরি !!!



(আমার একমাত্র পুত্র সন্তানকে মনে করে লেখা)