কতকাল ধরে দেখা নেই
শেষ কথাগুলো অব্যক্ত আজো,
চিরচেনা সেই পথ ধরে
তুমি আর আসলে না ফিরে।
তবুও শত প্রত্যাশার দীপন জ্বেলে
হৃদয়ের সবক'টা বাতায়ন মেলে
অথৈ শূন্যতার মাঝে বসে
পূবাল সমীরণে কান পেতে রই ...
কখন তোমার চরণধ্বনি ভেসে আসে,
তৃষ্ণায় দুচোখ জেগে থাকে বিরামহীন ।