শহরের পথে পথে
    ময়লার ঝুড়ি,
বয়সটা মনে হয়
    পাঁচ ছয় কুঁড়ি ।
কার যেন গুঁতো লেগে
    হাঁটু গেছে বেঁকে,
চিৎ কাত হয়ে কিছু
    আছে থেকে থেকে ।
কেউ কেউ অগোচরে
    নিয়ে গেছে বাড়ি,
ধূলোবালি ছেড়ে ঝুড়ি
    চাউলের হাড়ি ।