শহর জুড়ে রটিয়ে দিব
আমার একটা খবর
তোরে আমি দেখতে চাইরে
একটি মাত্র প্রহর ।।
এই শহরে দেয়াল জুড়ে
টানাবো তোর ছবি
মনের দামে মনটা কিনে
দূরেই কেন রবি
থানায় থানায় নালিশ দিব
জানুক এই নগর ।।
নীলাকাশে উড়িয়ে দিব
তোরই নামে ঘুড়ি
আকাশ-বাতাস জানুক সবে
তোর জন্য পুড়ি
তোর কারণে মাতাল আমি
দেখব এক নজর ।।
ব্যানার লিখে টানিয়ে দিব
সাত রাস্তা মোড়ে
মন বলেছে আজো আমি
ভালবাসি তোরে
তোর কারণে দিন রজনী
জাগি আটপ্রহর ।।