সেদিন গহীনের অব্যক্ত শব্দগুলো তুমি কি শুনেছো ?
চোখের ভাষা কি তুমি বুঝতে পেরেছো ?
কতটা কষ্ট পেলে হৃদয়াঙ্গন পাথরে রূপান্তর হয়
তুমি কি জানতে পেরেছো ?
কতটা বেদনায় অতল জলাধার শুকিয়ে যায়
তুমি কি বুঝতে পারো ?