কোথায় কখন অবাঞ্ছিত আরেকটি শিশু
জন্মেছিল আতুর ঘরে,
এখন পড়ে আছে অযত্ন-অবহেলায়
পথের ধারে !
সদ্য প্রসূত শিশুটির শরীরে
লেপ্টে আছে জন্মদায়িণীর লোহিতকণা !
ডাস্টবিনে মুখ খোলা পলিব্যাগের মাঝে
বারংবার চিত্কারে জানিয়ে দিচ্ছে
তার অধিকারের কথা ।
চরম ঘৃণা ভরে
তুচ্ছতাচ্ছিল্য করে
কেউ বাঁকা চোখে
কেউ মুখ ঢেকে দেখছে তারে,
কেউ নেই তার দাবিদার,
সে পরিত্যক্ত আবর্জনার ভাগাড়ে !
জড়োসড়ো বিচলিত মানুষগুলো জানে না
এটা কার ঔরষজাত সন্তান ।
কেউ কোনদিন জানবেও না
এটা কার অপকর্মের ফসল ।
হয়তো অগোচরে কেউ তুলে নিবে তারে
নয়তো পরিণত হবে বেওয়ারিশ লাশে,
বুভুক্ষু কুকুরের খাবারে !
কোথায় কখন অবাঞ্ছিত আরেকটি শিশু
জন্মেছিল আতুর ঘরে ।
01-01-2019