সেদিনও ছেলেটি ছিল ভীষণ প্রাণবন্ত
মুখে হাসি লেগে থাকতো সবসময়,
চোখে ভাসতো স্বপ্নসারি ।
আজ সেতো অযত্নে শুয়ে আছে
লাশ কাটা ঘরে,
নীরব নিস্তেজ দেহ
কোথায় আঁচড় লাগেনি তার ।
বয়সটা 20 কিংবা ২১ বছর,
গায়ের রং শ্যামলা কালো ।
ভেতরটা যায়নি দেখা
কতটা বিদগ্ধ বিরহে,
হৃদয়খানি হয়তো ছিন্নভিন্ন ।
কতটা বিদগ্ধ হলে
কতটা প্রতারিত হলে
তরতাজা এমন একটি প্রাণ
মৃত্যুকে নির্দ্বিধায় আলিঙ্গন করে ।
এখনই আকাশে তারাদের সাথে
মিশে যাবে জেনেও
হাসতে হাসতে নিজ হাতে
মুখে ঢেলে নিল বিষ ।
সব জেনেশুনে হাসিমুখে
মৃত্যুকে আলিঙ্গন করলো সে ।
সেদিনও ছেলেটি ছিল ভীষণ প্রাণবন্ত....