তোমার ছায়ালিপি দেখার পরে
তোমাকেই যেন দেখা হয়ে যায়,
তুমি সামনে এসে দাঁড়ালে
সবটুকু পাওয়া হয়ে যায় ।
তোমার বাঁকা ঠোঁটে এক চিলতে হাসি
তাই দেখে হয়ে তাই তন্ময় ।
পদ্মকোমল হাতে ছুঁয়ে দিলে
এ পৃথিবী স্বর্গ হয়ে যায় ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.