সাদা-কালো মেঘ সারি
কোথা যাও উড়ে উড়ে,
তোমাদের ঘরবাড়ি
কোথা আছে কতদূরে ?
আজ ভারী সাধ হল
তোমাদের মত উড়ি,
দাও দেখি ডানা দুটি
সাথে নাও চলো ঘুরি ।
থাকো নাকি নীলিমায়
ওটা কিরে বাড়িঘর ?
খড়কুটো বাসাবাড়ি
করে নাকি নড়বড় ?
সাথে যাবো তোমাদের
দেখে নিবো গাঢ় নীল,
পাবো নাকি চাঁদ মামা
তারা দল ঝিলমিল ?