আমার হৃদয় জুড়ে মাটির ঘরে
তোর চলাচলরে বন্ধু তোর চলাচল
তুইযে আমার পাগলিরে বন্ধু আমি তোর পাগল ।।
প্রথম যেদিন দেখেছিলাম দুই নয়ন ভরে
মনের ঘরে যতন করে রেখেছিলাম তোরে
তুই আমারে রাখলিরে বন্ধু
বান্ধিয়া শাড়ির আঁচল ।।
তুইযে আমার পাগলিরে বন্ধু আমি তোর পাগল ।।
বিনি সুতার বাঁধন দিয়া বেঁধেছিলাম তোরে
বুক চিড়িয়া উড়াল দিয়া নিঃস্ব করলি মোরে
তোর লাগিয়া রাত জাগিয়া
ফেলি কত চোখের জল ।।
তুইযে আমার পাগলিরে বন্ধু আমি তোর পাগল ।।
প্রথমও যৌবনের কালে তুইযে প্রথম প্রেম
তুইযে আমার আয়নারে বন্ধু
আমিযে তোর ফ্রেম
তুই বিহনে মনের কোণে
দিবানিশি জ্বলে অনল ।
তুইযে আমার পাগলিরে বন্ধু আমি তোর পাগল ।।