মন পাখিরে মন পাখি তুই
চলনা উড়ে যাই
আশায় আশায় বসে আছে
বিনোদিনী রাই ।।
                            
হাজার রঙে ফুলে ফুলে
সাজাইছেরে ঘর
ফুল বাগানে সখিজনে
বসাইছে আসর
সেইনা ফুলে বাসি হলে
মান করিবে রাই ।।
    
বাঁশের বাঁশি থামনারে তুই
ডাকছে বিনোদিনী    
তার মন ভাঙ্গিলে অশ্রু জলে
ভাসবে বিরহিণী    
নয়ন জলে ভাসুক বন্ধু
কভূ নাহি চাই ।।
                                
বড় আশার বাসারে বন্ধু
সাজায় দুটি হাতে
বন্ধুর সনে হবে দেখা
আজকে নিশি রাতে
সেইনা ঘরে প্রাণবন্ধুরে
আঁচল ঢাকা চাই  
মন পাখিরে মন পাখি তুই
চলনা উড়ে যাই
আশায় আশায় বসে আছে
বিনোদিনী রাই ।।