পূর্ণিমা সাঁঝে গোধূলি মাঝে
চুপি চুপি এসো তুমি
লালে লাল শাড়িতে...
আর যদি কাছে পাই
আবারও হারাতে চাই
শুধুই তোমাতে ।।
তুমি আমি পাশাপাশি
শুধু ভালো বাসাবাসি
দুই জোড়া চোখে চোখে
হৃদয়ের ভাষাতে ।।
আকাশের ছায়াতলে
মিটিমিটি তারা জ্বলে
তুমি এসো এলোচুলে
লাল ফোটা ললাটে ।।
রাঙা চরণ কোমলে
সুরে সুরে মাদলে
নীরবতা ভেঙ্গে দিও
দুই হাতে ছোঁয়াতে
পূর্ণিমা সাঁঝে গোধূলি মাঝে
চুপি চুপি এসো তুমি
লালে লাল শাড়িতে...
আর যদি কাছে পাই
আবারও হারাতে চাই
শুধুই তোমাতে ।।