প্রতিদিনই খবর আসে ইন্টারনেটে  
দৈনিক পত্রিকার পাতা জুড়ে,                    
শোষিত-বঞ্চিত-নিপীড়িতের দ্বারে দ্বারে ।    
মহাবিশ্ব দু'হাতে লুটে                      
ওরা মাত্র টেন পার্সেন্ট বটে ।
আফ্রিকা-এশিয়া-ইউরোপ-আমেরিকায়  
অনাহারী মানবের নহর ছুটে,
পথে-ঘাটে-সাগর তটে  
আধো ডোবা সাম্পানে চেপে ।
মূক আর বধিরের সম্বল কাড়ে,
দস্যু-বণিক-ফড়িয়া শকুনের দলে ।
চল জেগে উঠি দুঃসাহসে
সগর্জনে মুষ্টিবদ্ধ হাতে,  
গুড়িয়ে দেই লুটেরার সিন্ডিকেট  
নাইনটি পার্সেন্ট দাপিয়ে,
বিশ্ব চরাচর কাঁপিয়ে ।