আরেকদিন খুব প্রলয় হবে
বেশি কিছু নয়,
রূপালী জোছনা ঝরা প্রলয় ।
আকাশ চুইয়ে পঞ্চদশী চাঁদ
গোধূলি বেলায় ঝরবে অঝোর ধারায়,
শ্যামল-সুন্দর ধরণী তলায় ।
তুমি থাকবে সেদিন পাশাপাশি,
দুজনে ভিজে ভিজে দেখব
সে প্রলয় ।
আরেকদিন খুব প্রলয় হবে...
নীল তারাদের দলে
ছুটে আসবে ডানা মেলে,
দিগ্বিদিক ঘুরে বেড়াবে আম্রকুঞ্জে ।
তুমি আর আমি ভেসে বেড়াব
প্রলয় ক্ষণে...
আরেকদিন খুব প্রলয় হবে ।