ওখানে পা বাড়ালেই
শ্যামল ঘন তৃণলতার গালিচা ।
থেমে থেমে বর্ণিল পুষ্পাঙ্গনে
পাপড়িগুচ্ছের লাজুক উঁকি ।
তারই বুক চিড়ে এঁকেবেঁকে হারিয়ে গেছে
পিচঢালা কালোপথ ।
দুই ধারে সারি সারি ছায়াবীথি
কখনো ঝাঁকড়া চুলে কিশোর দেবদারু
কখনো যৌবনা আম্র বাগিচা,
কোথাওবা সবাইকে ছাপিয়ে
ফুলে ফুলে আবৃত নাগলিঙ্গম,
তার উঁচু শিখরে একলা প্রহরে
বিরহী পাপিয়ার কুহুতান ।
ওখানে ইথারে ভেসে আসে
দোয়েলের ধ্যান ভাঙা শিস
নৃত্যমুখর বুলবুলির গান ।
কখনোবা হলদে পাখির লুকোচুরি
ভাত শালিকের নিরন্তর কোলাহল ।
কোথাও জলে থৈ থৈ পুষ্করিণী
কচুরির দামে ফুলের হাতছানি,
ফুলে ফুলে মৌমাছির অবিরল গুঞ্জরণ ।