রক্ত জবার মত লাল শাড়িটা পড়ে
লাল টিপে ললাট রাঙিয়ে
আলতা মাখা পায়ে নূপুরের সুর তুলে
দখিনের সমীরনে কেশরাশি ভাসিয়ে
এক সোনালী বিকেলে বলেছিলে তুমি...
ওগো, আমার হাত দু'টো শক্ত করে ধরো,
তোমাকে হারাতে চাই না কিছুতেই ।
তোমার হাত দু'খানি ধরেছিলাম
তোমারই মত করে ।
আরো কাছে এসে বললে
চলোনা গো, মুক্ত ডানার পাখিদের মত
এই সীমানা পেরিয়ে আমরাও হারিয়ে যাই ।
তোমার স্বপ্ন বিলাসী উদাস করা দৃষ্টি দিয়ে
আমায় শুধালে বারংবার ।
আমি প্রাণহীন জলজ পাথরের মত নিশ্চুপ ।
তুমি বলে যাচ্ছ তোমার নিরন্তর স্বপ্নের কথা...
যেথা খুশী চলে যাবো,
দূরের দিগন্ত পেরিয়ে হারাবো দু'জন,
খোলা সবুজ প্রান্তরে ঘর বাঁধবো
সুনীল উদার আকাশটা হবে আমাদের ছাউনি ।
আমি নিরুত্তর...
গোধূলী পেরিয়ে সন্ধ্যেবেলা
পাখিদের ঘরে ফেরার লগ্ন তখন,
তোমার স্বপ্নের পালকগুলো একে একে খসে পড়ে
চাঁদ মুখে ঘিরে ধরে অমানিশা অন্ধকার...
এরপর ঘৃনা ভরে অশ্রুসজল চোখ ফিরিয়ে নিলে ।
হাত দু'টো ছাড়িয়ে বিদগ্ধ হৃদয়ে
তুমি চলে যাচ্ছ ধীরলয়ে,
যেন পৃথিবীর সমস্ত ভারে ন্যূজ্ব তুমি ।
যেতে যেতে পেছনে ফিরে একবার শুধু বলেছিলে...
কাপুরুষ... ।