জন্ম-জন্মান্তর উদয়াস্ত স্বপ্ন দেখি...
ঘুনে ধরা  সমাজ বদলে দিব
বিভেদ দেয়াল গুড়িয়ে দিব,
শোষণের বিষবৃক্ষ উপড়ে ফেলে
আগামীর বিশ্ব সংসার করবো রাহুমুক্ত ।

এ মাটির উর্বর জমিনে
দ্রোহের বীজ রোপন করেছি সবে ।
অনাগত কোনদিনে...
কিষাণ জাগবে, মজুর জাগবে
কাস্তে-কোদাল-কৃপাণ উঁচিয়ে বঞ্চিতের নহর ছুটবে
টগবগে ঘোড়ার তেজে
পদাঘাতে চূর্ণ হবে ধনিক-বণিক-শোষকের প্রাসাদ
নিমিষে লুটিয়ে পড়বে বঞ্চিতের চরন তলে ।

আমি জন্ম-জন্মান্তর উদয়াস্ত স্বপ্ন দেখি,
উদার আকাশ হবে শোষিতের শেষ সীমানা
বিশ্ব প্রান্তরে পূবাল হাওয়ায় উড়বে
সাম্যের বিজয় কেতন ।