পথের ধারে ডোবার জলে
কোলা ব্যাঙের দল,
সকাল বিকেল সারাবেলা
করছে কোলাহল ।
পাড়ার যত দুষ্টু ছেলে
এসে পথের ধারে,
ঢিল ছুড়িয়া মারে যখন
কেউ না দেখে তারে ।
কেউ না পেয়ে ব্যাঙের দেখা
ছেলের দল মাঠে,
অমনি তারা দেয়যে উঁকি
ডোবার জলে ঘাটে ।
সেই জলেতে ব্যাঙের দল
বাঁধে তাদের বাসা,
ছোট্ট অতি ব্যাঙের ছানা
ডোবার জলে ঠাসা ।