তারাদের সাথে সারারাত জেগে শিউলি ঝরেছে
সকালের শিশির ভেজা শ্যামল ঘাসের গালিচাতে,
টোপর মাথায় বুলবুলিটা সুরে সুরে নেচে চলেছে আপন মনে...
নবান্নের ঘ্রাণসিক্ত উত্তরের হিমেল বাতাস বইছে ধীরে ধীরে
কাশবন ভরে গেছে শ্বেত-শুভ্র ফুলে ফুলে
বুঝি হেমন্ত এসেছে দ্বারে !