এতটা অভিমানী তুমি !
ফুল পাখিদের ঘরে ফেরার ক্ষণে
কোলাহল মূখর ধূলি ধূসর কোন এক গোধূলী বেলায়
হাত দু'টো চেপে ধরে ফিস্ ফিস্ করে বলেছিলে...
চল না গো, ফেরারী মেঘের মত আমরা দু'জন হারিয়ে যাই,
যেখানে দু'চোখ যায় ।
খোলা দিগন্তের পানে চোখ রেখে বলে দিলাম তোমায়,
এখনো সময় হয়নি
আর ক'টা দিন অপেক্ষা করো ।
অশ্রুসজল ঝাপসা চোখে
শত অভিমান নিয়ে ফিরে গেলে তুমি।
এরপর শুধুই একেলা চলা
শুধুই নিরন্তর অপেক্ষা...
কত প্রহর কেটে গেল,
কত বসন্ত হারিয়ে গেল নীরবে-নিঃশব্দে
তবু তুমি আসোনি ফিরে,
হৃদয় গহনের দুয়ার মেলে
আজো হাত দু'টো বাড়িয়ে রই তোমার ফিরে আসার প্রতীক্ষায় ।