এই শহরে তুমি নাকি আছো বেশ ?
আকাশ ছোয়া অট্টালিকা তোমার
কাড়ি কাড়ি টাকা-কড়ি
দুহাতে উড়াও স্বপ্ন ঘুড়ি,
শহরে হাঁকাও প্রাডো-লেক্সাস
উড়িয়ে বেড়াও রঙিন ধূলি ।
এই শহরে আমিও তোমার প্রতিবেশী !
বেশতো আছি !
সরকারী বাসায় থাকি,
ঘরে আসে বৃষ্টির জল
দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে
চারিদিকে শ্যাঁওলার কোলাহল
আরো কিছু থাকে প্রাণী
সারারাত ঘুরে ফিরে
তেলাপোকা আর কিছু টিকটিকির দল,
আমি আর তারা খুব কাছাকাছি ।
এই শহরে আমিও বেশ আছি !