নীল কমলের মত পল্লবিত অষ্টাদশী ।
প্রসারিত ললাট
রক্ত ঝরা শিমূলের আল্পনা তাতে,
কাঁধের নীচে পিঠ ছুঁয়েছে
শ্যামল ঘন অরন্যের মত
আঁধার কালো এলোমেলো কেশ ।
শিল্পীর রং তুলিতে আঁকা
টানা টানা একজোড়া ভ্রু ।
মায়াবী চোখ দু'টো নীল অপরাজিতা
ঠোট দু'টো ফাগুনের পলাশ মঞ্জরী,
দুই গালে নির্ঝর শরতের শেফালিকা ।
প্রতিটি স্বর্নালী বিকেলে অট্টালিকার সিড়িতে
কখনো জানালার পাশে দু'হাতে গ্রিল ধরে
দূর দিগন্তে দৃষ্টি মেলে সে,
শুভ্র ডানার বলাকার মত করে ।
একদিন সোনালু ফুলের হলুদ রাঙা বিকেলে
অষ্টাদশীর চোখে চোখ পড়ে,
তার দৃষ্টি ভরা সুগভীর মাদকতা ।
সে দৃষ্টি আমায় স্পর্শ করে যখন...
আমার ভূবন হয় দ্বীপান্বিত,
শূন্য বুকের উর্বর জমিনে
মাটির গভীরে শিকড় মেলে মহীরুহ ।
তার দৃষ্টি বাণে
শিরায় শিরায় রক্তকণিকায় বহে
উদ্বেলিত ঘূর্ণিস্রোত ।
তার প্রতি আসক্তি বাড়ে
ভরা পেয়ালায় রঙিন সুরার আসক্তি,
উন্মাতাল হৃদয় সরোবর
দাঁড় ছিড়ে জীবন তরী,
তরঙ্গের দোলায় কচুরীর মত দোলে
দিশেহারা নাবিক ।