আমার একেলা ভূবনে
নিরাভরণ হৃদয়-মন্দির প্রাঙ্গণে
অন্ধকারে সন্ধ্যা প্রদীপ জ্বেলে
অতিথি পাখিদের মত এসেছিলে তুমি
ক্ষণিকের তরে,
অনাহুত বিদায় লগ্নে
রেখে গেছ কিছু স্মৃতিময় চরণধূলি ।
শরতের এক শিউলি ঝরা দিনে
আমার পাশে বসেছিলে তুমি,
রুক্ষ মরুতে ছড়িয়েছিলে স্বর্গলোকের সুশীতল ছায়া ।
নাম ধরে ডেকেছিলে আমায় -
হেসেছিলে প্রাণ খুলে
নিশুতি রাতের পূর্ণ চাঁদের মত করে,
তোমার সে হিরন্ময়ী হাসির কাছে হেরেছিনু আমি,
মূহুর্তে জড়িয়েছিলেম অক্টোপাসের মত
অদ্ভূত এক মায়াজালে,
মেতেছিলেম ক্ষণিকের অভিলাষে ।
তুমি আরো কাছাকাছি এলে -
খুব কাছাকাছি এলে তাই
তোমাকে আপন করে নিলাম,
হৃদয়ের সবক'টা বাতায়ণ মেলে
তোমাকে ভালবাসলাম...
তোমায় ভালবাসলাম বলে
হৃদয় গহনে কন্টকবিদ্ধ হলাম,
আমি কষ্ট পেলাম ।
অন্তহীন কষ্টে কষ্টে আমি হয়ে গেছি নীলাভ ।