মেঘ ডাকে ঘন ঘন,
এলো ফিরে শ্রাবণ ক্ষণ ।
আকাশ ফেঁটে ঝরিছে বারি,
বিজলি চমকায় আগমন তারি ।
নেইকো রবি নীলিমার নীল,
আকাশ যেন ধূসর গাংচিল ।
শ্রাবণের মেঘ আল্পনা আঁকি,
রাতের তারারে দিয়েছে ঢাকি ।
ধূলি ধূসর মেঘের পাল,
কোথায় হারায়, দূর হিমাচল ?
প্রবাহিণীর বুকে বরষার জল,
মলয়ে বাজে শত কল্লোল ।
বুক ভরা তার জলের ধারা,
রুপালী ঢেউয়ে রাতের তারা ।
কাশবন আজ অবনত শিরে,
সারি সারি তীরে তীরে ।
চঞ্চল মলয় এলোমেলো আজ,
বন বীথিকায় শ্যামল তাজ ।
মেঘের ডালায় সাজিল ভূবণ,
আহা ! এযে শ্রাবণ, শ্রাবণ ।