তোমার দু'চোখে দেখেছি
তারা ভরা রাতের স্বপ্ন ।
তোমাতে ভর করে খোঁজে পেয়েছিলেম
অনন্তকাল বেঁচে থাকার অর্থ ।
তাই তোমার জন্য -
নীলিমার নীলে সাজালেম আমার ভূবন ।
সাগরের বুক চিরে এনেছি
নীল পদ্ম
রংধনু থেকে চেয়ে এনেছি
সপ্ত বর্ণ
চাঁদিণী রাত থেকে
রুপালী জোছনা,
আর পৃথিবীর সমস্ত গোলাপে সাজিয়েছি স্বপ্নিল বাসর ।
একদিন নীলিমার বুকে জমে উঠলো
গহীন কালো মেঘ,
হারিয়ে গেল রাতের তারাগুলো
আর নীলিমার যত নীল,
শুকিয়ে গেছে কুড়িয়ে আনা নীল পদ্মগুলো,
মুছে গেছে রংধনু রং
চাঁদিণী রাতের জোছনা
ঝরে গেছে গোলাপের সমস্ত পাঁপড়ি,
সমাধি হলো আরেকটি স্বপ্নের ।