তুমি ছাড়া আমি যে
বড় বেশি একা যে
পৃথিবীটা মনে হয় নরক যেন ।
নিজেকে নিজে প্রশ্ন করি
এতটা বছর তুমি বেঁচে কেন ।।
তুমি ছাড়া এ জীবন জ্বলে পুড়ে অংগার
এ হৃদয়ে বাজে কেবল বেদনারই ঝংকার
পুড়ে পুড়ে আমি আজ প্রাণহীন মরু যেন ।।
নিজেকে নিজে প্রশ্ন করি
এতটা বছর তুমি বেঁচে কেন ।।
তুমি ছাড়া নিশিতে জ্বলে নাতো চন্দ্র
তুমি ছাড়া দিবস জাগে নাতো সূর্য
তুমি ছাড়া আমি এক অমানিশা আঁধার যেন ।।
নিজেকে নিজে প্রশ্ন করি
এতটা বছর তুমি বেঁচে কেন ।।