অমন করে তুমি চেয়ে থেকো না
চাতকিনীর মত করে পলক ফেলো না ।।
এ হৃদয় জুড়ে তুমি ঝড় তোলো না
অমন করে তুমি চেয়ে থেকো না ।।
কপালেতে লাল টিপ কিযে ভাল লাগছে
অথৈ মাধুরী যেন চুপি চুপি ডাকছে
ফেরারি মন আমার ঘরেতো বসে না
অমন করে তুমি চেয়ে থেকো না ।।
তোমার হাসিটা এত যে ভাল লাগে
আকাশের চাঁদ যেন অধরেতে জাগে ।।
দেখে যেন কিছুতেই নেশা কাটে না
অমন করে তুমি চেয়ে থেকো না ।।
কখন যে হৃদয়খানি হয়ে যাবে বন্য
তোমাকে আপন করে কাছে পাবার জন্য
অশান্ত মন আমার বাঁধা মানে না ।।
অমন করে তুমি চেয়ে থেকো না ।।