শরতের সোনা রোদ
কতদিন নেই আর,
ধূসরিত মেঘদল
ঢাকে তারে বারবার ।
শরতের আকাশটা
মেঘে মেঘে ঢেকে যায়,
বৃষ্টিরা চারিদিকে
গান শুধু গেয়ে গায় ।
রিমঝিম রিমঝিম
সারাদিন বরষণ,
চাঁদ-তারা-সূর্যটা
নেই তার দরশন ।
মেঘ থেকে বৃষ্টিরা
অবিরাম ঝরছেই,
এলোমেলো সমীরনে
বনবীথি নড়ছেই ।
চঞ্চল মেঘদল
পাল তুলে চলছেই,
গুরু গুরু ডেকে তারা
কথাগুলো বলছেই ।