কতদিন কতকাল কেটে গেছে
জানি না খোকাবাবু কেমন আছে ।।
সারাক্ষণ জেগে জেগে প্রহর গুনি
কখন যে ডেকে উঠে সোনামনি ।।
কতদিন কতকাল কেটে গেছে...

তোকে ছাড়া এ জীবন, জীবনতো নয়
পৃথিবীটা হয়ে গেছে বিষাদময়
নিয়ে যা না  খোকা আমায় তোরই সাথে ।।
কতদিন কতকাল কেটে গেছে
জানি না খোকাবাবু কেমন আছে ।।

বল না খোকা ফিরে আসবি কিনা
সারাবেলা কেঁদে ফিরে হৃদয় বীণা
আমিও যে চলে যাবো তোরই কাছে ।।
কতদিন কতকাল কেটে গেছে
জানি না খোকাবাবু কেমন আছে ।।


(একমাত্র ছেলেকে হারানোর অনূভূতি)