খোকাবাবু আর নাকি ফিরবে না
বাবা বলে কোনদিনও ডাকবে না ।।
আদর চুমু সব রইলো পড়ে
ভালবাসা বিনিময় আর হবে না ।।
আয় না খোকা বাবার কোলে
চুমু দিবো তোর গালে গালে ।।
তোকে ছাড়া এ জীবন বাচেঁ না ।।
তুইযে আমার প্রাণ ভোমরা
বেঁচে থেকে লাভ কি তোকে ছাড়া ।।
চোখ দুটো হয়ে গেছে সাগর-নদী
জল যেন আজ আর ধরে না ।।
খোকাবাবু আর নাকি ফিরবে না
বাবা বলে কোনদিনও ডাকবে না ।।
আদর চুমু সব রইলো পড়ে
ভালবাসা বিনিময় হবে না ।।
(একমাত্র ছেলেকে হারানোর অনুভূতি)