নীলিমায় মেঘেরা
ছুটোছুটি করছে,
ক্ষণে ক্ষণে বৃষ্টি
ঝরছে তো ঝরছে ।
রিমঝিম বৃষ্টি
তোমরা কি শুনছো ?
কত জল গড়ালো
তা কি সবে গুণছো ?
তরুলতা বনানী
ঝরনাতে নাইছে,
পাখিরা চুপচুপ
গান নাহি গাইছে !
দখিনা সমীরণে
গাছপালা দুলছে,
বৃষ্টির জলেতে
খাল-বিল ফুলছে ।
০১-৯-২০১৫