ভাবতে চাই না তাকে
যেজন ছেড়েছে আমার ঘর,
তবু কেন ব্যাকুল হৃদয়
বয়ে যায় বৈশাখি ঝড় ?
কখনো হৃদয় মরু প্রান্তর
কখনো স্মৃতির কোলাহল,
তার তরে চাই না অশ্রুবরণ
তবু কেন ঝরে এত জল ?
ভুলতে চাই রক্তের বাঁধন
যেজন চিরতন্দ্রায় মাটির ঘরে,
কেমন করে ভুলে যাই
হৃদয় ডোরে যেজন কড়া নাড়ে ?
তাকে ভেবে উদাসি মন
কোনকালেই ভুলবার নয়,
সারা দিন-রাত ভেবে আকুল
চোখ দুটো মহাজলাশয় ।
(একমাত্র পুত্র সন্তানকে হারানোর অনুভূতি)