আজ নীলিমায় তারাদের মিছিলে
আরেকটি তারা যুক্ত হল,
সেই তারাটির নাম দিয়েছি পূর্ণ ।
ক্ষণিকের জীবন-সংসার অপূর্ণ করে চলে যাবার ক্ষণে
অস্ফূট স্বরে বলে গেছে আমায়,
বাবা,  আজ আমার চলে যাবার দিন ।
চলে গেলাম তোমাদের ছেড়ে
চির অনন্তের পথে...
সপ্ত আকাশের পরে তারাদের ভিড়ে
অগণন তারাদের মেলায় তুমি খুঁজে নিও আমায়।
দেখে নিও বাবা
সারারাত জেগে পাহারায় থাকবো আমি
হাতছানি দিয়ে ডাকবো তোমায় ।
আমায় খুঁজে খুঁজে ক্লান্ত হবে যখন,
তোমার মলিন মুখ খানা দেখে
অশ্রুসিক্ত চোখের পানে চেয়ে
ভীষণ কষ্ট হবে আমার,
তবুও চলে যেতে হবে ।
বাবা, ক্ষমা করো
আজ আমার চলে যাবার দিন।

(একমাত্র পুত্র সন্তানকে হারানোর অনুভূতি)
১৬/০৭/২০১৫