বেজায় অভিমানী সেই মানবী
ভীষন অনুরাগ ভাসে তার চোখে-মুখে,
গ্রহণ লেগেছে পদ্মকোমল অধর প্রান্তে ।
মাঝে মাঝে দেখা হয়,
কৃষ্ণ মেঘের অতলে
হারিয়ে যাওয়া চাঁদের মতো,
কথা হয় না ।
চেয়ে থাকি তৃষ্ণার্ত চাতক চোখে,
তার চোখের পাতা আর মেলে না ।
নীলাভ চোখের তারায় আঁকা স্বপ্নগুলো
আর দেখা হয় না ।
চিত্রগুলো আজও অক্ষত কিনা
বুঝা গেল না ।
আগের মতো আজ অবধি
হৃদয় কমলে আমায় পুষে রাখে কিনা
জানা হয় না ।
তার কাছে এমন পরাজয়
আজো সে মানতে রাজি নয় ।