পিঁয়াজ মামা পিঁয়াজ মামা
তোমার বেজায় দামরে,
দাম হাঁকালে চোখ কপালে
নেই না তোমার নামরে !
কিনতে যেয়ে বাজার বেয়ে
পকেট পানে তাকাইরে,
পকেট খুঁজে দেখছি বুঝে
পকেটে নাই টাকাইরে ।
পিঁয়াজ মামা পিঁয়াজ মামা
তোমার অনেক ঝাঁজরে,
তোমায় নিয়ে সময় দিয়ে
নেইতো আমার কাজরে ।