রূপালী শিশির ঝরা হেমন্ত দিনে
শ্যামল ঘাসের মাদুর জড়ানো উঠোনে,
টকটকে লাল দিবাকর উঁকি দেয়া ক্ষণে
অজস্র শিউলি ঘুমিয়ে আনমনে ।
তুমি এসো, কুসুম-কোমল রাঙা দুটি পায়ে
ভাত শালিকের অবিরাম কলরবে ।
রবি থেকে রক্তলাল আবির তুলে
দুহাতে রাঙিয়ে দিব অধর কমল,
ঝরা শিউলি কুড়িয়ে অর্ঘ্য দিব
তোমার সোনালী আঁচল ভরে ।