বাবা, সেই কবে চলে গেছ তুমি
আমাদের কিছু না বলে ।    
দিন মাস বছর কাল পেরিয়ে গেছে কত
তবুও তুমি আসলে না ফিরে ।
তোমার ফেরার অপেক্ষায় থেকে
ক্লান্ত দাদিমা চলে গেছে
না ফেলার দেশে  ।  
তোমাকে একটিবার দেখবে বলে
প্রাণের আকুতি ছিল অসীম,
ঘরের দুয়ার খোলা রেখেছিল আমৃত্যু ।
কতদিন কতরাত অপেক্ষায় কেটে গেছে
বাড়ির উঠোনে,                          
দুচোখের নোনা জলে
ভেসে গেছে তার শাড়ির আঁচল ।
  
বাবা, তোমার রেখে যাওয়া ছোট্ট মা
এতদিনে অনেক বড় হয়ে গেছে ।  
তোমার হাত ধরে স্কুলে যাবো বলে
তোমাকে নিয়ে মায়ের সাথে
কতদিন বায়না ধরেছি...  
তুমি আসোনি বলে চিত্কার করে কেঁদেছি ।
তাই দেখে মা আমার
কেঁদেছে  আড়ালে মুখ ঢেকে ।
কত মানুষ ঘরে ফিরে
শুধু তুমি ফিরলে না বাবা,
ফিরলো না তোমার প্রাণহীন লাশটা,
ফিরলো  না তোমার কংকালও  !!!