তোমার সাথে দেখা হলে
আবার একটু ইচ্ছে হলে
হাতটা ছুঁয়ে দেখো,
সব পেরিয়ে তোমার হবো
তোমার স্রোতে মিশে যাবো
আর হারাবো নাকো ।।
চলার পথে দেখা হলে
পথের বাঁকে ছায়াতলে
একটু কাছে এসো,
আগের মত মিষ্টি করে
চোখের তারায় চোখটা ধরে
একটুখানি হেসো ।।
আবার একটু দেখা হলে
কেমন আছি জানার ছলে
আমার নামে ডেকো,
তোমার চোখে আমার স্বপন
আমার চোখে তোমার স্বপন
চুপটি করে এঁকো ।।
আবার কভূ চলতে চলতে
পুরনো কথাই বলতে বলতে
আমায় যদি দেখো,
রঙিণ দুটি কমল ঠোঁটে
তোমার দুটি ডাগর চোখে
অলস পলক রাখো ।।