ভালবেসেছিলেম দূরন্ত কৈশোরে
অবুঝ মন ডুবেছিল
তোমার মন সরোবরে ।
লালন করেছো তারে অতিব যতন করে,
অবশেষে ফিরিয়ে দিলেম তোমায়
করজোড়ে !
তাই তোমার অনন্ত অভিমান...
আমারও আছে
বিরহে
অবিরল অহংকার ।