কতই বা সমুদ্রের গভীরতা,
কতটুকু উচ্চতায় নীল আসমান ।
পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু,
তার চেয়ে বেশি কিছু
কিশোর বেলাকার অবাধ্য প্রেম ।
তার চেয়ে বেশি গভীর,
তার চেয়ে বহুগুণ উচ্চতা,
তার চেয়ে বেশি প্রশস্ত,                
আমাদের অবিরাম ভালোবাসা ।
কতই বা সমুদ্রের গভীরতা....