ওইখানে নদী বয়
বুক ভরা জল,
দুই পাড় ছোঁয় আর
করে কোলাহল !
অগণন ঢেউ সেথা
করে কিলবিল,
দিবাকর নেমে যেন
করে ঝিলমিল ।
দুই ধারে সারি সারি
যত কাশবন,
দখিনের সমীরণে
নাচে ঘনঘন ।
ওইদূরে ডানা মেলে
উড়ে গাঙচিল,
জল যেন ছুঁয়ে যায়
আকাশের নীল ।
জল কেটে চলে যায়
ছোট ছোট নায়,
খোঁজে ফিরে ঠিকানাটা
ওইদূর গাঁয় ।