জোনাকির নিভু নিভু আলোর সাথে
তুমি যদি চুপি চুপি আসতে
পাশে এসে আরো ভালোবাসতে
নীরব রাতে সখি নীরব রাতে ।।
  
জানালা মেলে আজো জেগে থাকি
রাতের আকাশে তোমার ছবি আঁকি
তুমি কি এমন করে ভাবো নাকি
রাত  জেগে তারাদের সাথে সাথে    
নীরব রাতে সখি নীরব রাতে ।।

কান পেতে রই আজো ফাগুন বাতাসে
কখন জানিগো তোমার কথা ভেসে আসে
আমার খোলা জানালা প্রান্তে
নীরব রাতে সখি নীরব রাতে ।।

যখন থাকবে না কোন কোলাহল
আকাশের তারা রবে আলো ঝলমল
তুমি এসো উড়িয়ে শাড়ির আঁচল
গোপনে এসো মোর হৃদয়ও  দিগন্তে
নীরব রাতে সখি নীরব রাতে ।।