আজ তোমার নাম দেবো নীলা
নীলা থেকে নীলাঞ্জনা ।
শরত আকাশের সবটুকু নীল লুটে
রাঙিয়েছো পরনের শাড়ি,
ললাটে তোমার একবৃত্ত আকাশ,
মায়াবী চোখে নীলের দ্যুতি
খোঁপায় নীলকন্ঠী
হাতে নীল চুড়ি,
অধরাঙ্গনে হালকা নীলের আভা ।
মনের মাধুরী ঢেলে সেজেছো বুঝি,
তোমায় লাগছে স্বর্গের দেবী
অদ্ভুত ভালোলাগার গল্প তুমি ।