মনে মনে অভিমানে            
উড়ে গেছে পাখি
পাখির তরে অগোচরে
ভাসে দুটি আঁখি ।।
                
দেখা দিলেও কয়না কথা    
বসে নাতো পাশে            
পরাণ পাখি আমায় ছেড়ে
থাকে দেশে দেশে
পাখি আমার অনুরাগী
দেয়যে শুধু ফাঁকি ।।  
                                        
ডাকলে পাখি দেয়না সাড়া
ডালে ডালে বসে                    
তার ভালবাসার পালক বুঝি          
পড়ে গেছে খসে
পরাণ পাখির মান ভাঙ্গেনা
যতই তারে ডাকি ।।

খাঁচা ভাঙ্গা পাখি আমার
কয় নারে আর কথা  
ধরতে গেলে দেয়না ধরা
বুকে জমাট ব্যথা  
কাজল চোখে মায়া মেখে
উঠেনা আর ডাকি ।।
                                        
পাখি চায়যে আদর-সোহাগ
চায়যে ভালবাসা            
পাখি আমার অভিমানী
বোঝেনাতো ভাষা    
আমি যতই করি আহাজারি
যতই তারে ডাকি  ।।