একদা হৃদয় মন্দির কার্নিশে
তর তর করে বেড়ে উঠেছিল
নীল অর্কিড ।
আজও সে অমলিন
ফুল ফোঁটে বাহারি
বিরল সুগন্ধি ছড়ায়
সময়ে-অসময়ে ।
ক্লান্ত বিকেলে ঝরে পরে
একান্ত নিভৃতে ।
সেতো আজ মহীরুহ,
ঝাপটে ধরেছে
আষ্টেপৃষ্ঠে
হৃদয় মন্দির অতলে ।