মহাখালী রোডে ফ্লাইওভারে
পেয়েছি তোমার খোঁজ
এখন আমার কাটবে সময়
তোমার ভাবনা রোজ
ফ্লাইওভারে পাশেই তোমার
গড়েছো রঙিন বাড়ি
জানালা মেলে দেখা না দিলে
তোমার সাথে আরি ।।
পড়নে চাই লাল শাড়িটা
আঁচল আকাশ নীলে
রিনিঝিনি সুরে মাতাল হবো
তোমার চরণ মলে
রোজ বিকেলে ইশারা দিও
কমল হাতটা নাড়ি
লাল সরবর দেখলে বুঝি
তুমিতো সেই নারী ।।
লাল সবুজের রংয়ে দিও
কপাল জুড়ে টিপ
পদ্ম কোমল নির্যাস তুলে
রাঙাও অধর দ্বীপ
তোমায় দেখে বাজাবো আমি
আগের মতো শিস্
চাইলে আবার ফেরার হবো
খবরটা আমায় দিস
হারিয়ে যাবো তোমার সাথে
এই শহরটা ছাড়ি ।।